মমতার নির্দেশে অপসারিত খাদ্যসচিব, বদলি ২ জেলাশাসক - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

মমতার নির্দেশে অপসারিত খাদ্যসচিব, বদলি ২ জেলাশাসক

বিবিপি নিউজ: করোনা মোকাবিলায় লকডাউন চলছে দেশ জুড়ে। এরই মাঝে রাজ্যের রেশন ব্যবস্থা নিয়ে একাধিকবার বিরোধীরা অভিযোগ তুলছিল। এরপরেই গোটা ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিয়ে দেখে দ্রুত সিদ্ধান্ত নিয়েছে। এর জেরে অপসারিত হলেন খাদ্যসচিব সহ দুই জেলাশাসকও।

জানা গেছে খাদ্যসচিব মনোজ আগরওয়ালকে অপসারণ করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। অপসারিত ওই আধিকারিককে  কমপালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় খাদ্য ও গণবণ্টন দফতরের নতুন সচিব হচ্ছেন পারভেজ আহমেদ সিদ্দিকি। এতদিন তিনি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যানপালন দফতরের সচিবের দায়িত্ব পালন করছিলেন।

এছাড়া রাজ্যের দুই জেলা দার্জিলিং ও পশ্চিম বর্ধমানের জেলাশাসকের বদলির নির্দেশিকাও জারি করা হয়েছে নবান্ন থেকে। দার্জিলিংয়ের জেলাশাসক দিপাপ প্রিয়া পি-কে বদলি করা হয়েছে রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে। পশ্চিম বর্ধমানের জেলাশাসক শশাঙ্ক শেঠিকে বদলি করে মুখ্যচিবের 'অফিসার অন স্পেশ্যাল ডিউটি' (OSD) নিয়োগ করা হয়েছে। দার্জিলিংয়ের নতুন জেলাশাসক হচ্ছেন পোন্নামবলম এস।

Pages