লডাউনের মাঝে ৩৭ বছর পর দেখা মিলল ক্লাউডেড লেপার্ড, সংরক্ষণের দাবি উঠলো - BBP NEWS

Breaking

রবিবার, ৩ মে, ২০২০

লডাউনের মাঝে ৩৭ বছর পর দেখা মিলল ক্লাউডেড লেপার্ড, সংরক্ষণের দাবি উঠলো


বিবিপি নিউজ: একবারে বিরলতম তালিকায় নথিভুক্ত। দেখতে বন বিড়ালের মতো কিছুটা। গায়ে চিতার মতো ছোপ ছোপ দাগ। তবে দেখা মেলেনি দু'দশকের বেশি সময় ধরে। হঠাৎ করে প্রানীটাকে যদি কেউ না চেনে তাহলে অজানা প্রানী বলেই পরিচিত পাবে। তবে এই প্রানী খুবই ভয়ঙ্কর। নাম ক্লাউডেড লেপার্ড।

এই বিরলতম লেপার্ডের বাস পাহাড়ের জঙ্গলে। তবে  এমন মানুষের সংখ্যাও এখন হাতে গোনা। ফর্মোসান প্রজাতির এই লেপার্ড শেষ দেখা গিয়েছিল ১৯৮৩ সালে। তারপর দীর্ঘদিন তার দেখা না পাওয়ায় প্রাণীটি বিলুপ্ত হয়ে গিয়েছে বলেই ধরে নিয়েছিলেন অনেক। এর মধ্যেই হঠাৎ তাইওয়ানের পাহাড়ি অঞ্চলে ফের এই প্রজাতির বাঘের দেখা মিলেছে। তাইওয়ানের পাহাড়ের বেশ কিছু গ্রামের বাসিন্দারা কিছুদিন ধরে ক্রমশ তাদের ছাগল, মুরগি এবং অন্যান্য প্রাণীও চুরি যাচ্ছে। এরপরেই তারা ওঁতপেতে লেপার্ডের আনাগোনা লক্ষ্য করে।

প্রথমদিকে গ্রামবাসীদের কাছে কল্পনা মনে হলেও প্রবীনরা জানান এই ক্লাউডেড লেপার্ডের কথা। অবশেষে বন দফতরের কর্মীরা তাদের চিহ্নিত করেছেন। এরপরেই প্রশাসনিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। তবে এই পরিস্থিতিতে গ্রামবাসীরা আতঙ্কে থাকলেও এই বাঘের সংরক্ষণ করার জন্য দাবি করেছেন তারা। বনবিভাগের কাছে গ্রামবাসীরা আবেদন এদের সুরক্ষার যাবতীয় বন্দোবস্ত করার জন্য। সেইসঙ্গে কেউ যাতে গাছ কেটে এদের বাসভূমি কেড়ে নিতে না পারে, সেদিকেও লক্ষ রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

Pages