পকেটে ১৩ টাকা সম্বল! ৬৭২ কিমি পথ সাইকেল চালিয়ে বাড়ি ফিরলেন দেগঙ্গার যুবক - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১২ মে, ২০২০

পকেটে ১৩ টাকা সম্বল! ৬৭২ কিমি পথ সাইকেল চালিয়ে বাড়ি ফিরলেন দেগঙ্গার যুবক


বিবিপি নিউজ,নিজস্ব সংবাদদাতা: পকেটে সম্বল বলতে মাত্র ১৩ টাকা। তা নিয়েই টানা ১৩ দিন ধরে দিন রাত এক করে ৬৭২ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে বিহার থেকে দেগঙ্গায় ফিরলেন এক পরিযায়ী শ্রমিক। তবে রবিবার বিকেলে বাড়ির কাছে এসে অসুস্থ হয়ে পড়েন। এদিন তিনি বারাসাত পার হয়ে টাকি রোড ধরে দেগঙ্গা থানার সামনে পৌছে অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ উদ্ধার করে, প্রাথমিক চিকিৎসার পর ওই ব্যক্তিকে বাড়ি পৌঁছে হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করে।

পুলিশ জানিয়েছে, মধ্য চল্লিশের ওই শ্রমিকের নাম শফিকুল মণ্ডল। দেগঙ্গার অম্বিকানগরের মাঝেরপাড়ার বাসিন্দা শফিকুল বিহারের মধুবনিতে কাজ করতেন। লকডাউনে কাজ হারিয়ে অভুক্ত অবস্থায় সেখানে দিন কাটাচ্ছিলেন। এরপরই একটি সাইকেল নিয়ে বাড়ি ফেরার জন্য পাড়ি দেন তিনি। কিন্তু রবিবার বাড়ির অনেকটা কাছাকাছি এসে দেগঙ্গার থানার কাছে অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। এ দিন সফিকুল বলেন "কাছে পয়সা না থাকায় নানা সমস্যায় ছিলাম। বিহারের এক চা দোকানি সাইকেল দিয়ে সাহায্য করেন। ওই সাইকেল চালিয়েই ১৩ টাকা নিয়েই অনেক কষ্টে আসি। কিন্তু বাড়ির কাছাকাছি এসে আর টানতে পারিনি।" তাঁর চিকিৎসা ও বাড়ি পৌঁছে দেবার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন শফিকুল।

Pages