বিবিপি নিউজ: করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। মৃতের ঢাই হয়েছে হাসপাতাল চত্বরে। চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। চারদিন ডায়ালাইসিস করতে না পেরে বেঘোরে প্রান হারালেন ৬৮ বছরের জামাল উদ্দিন। ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের একটি হাসপাতালে।
জানা গেছে, নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি হাসপাতালে কিডনির সমস্যা নিয়ে ভর্তি হন জামাল। এরপরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ধীরে ধীরে। চিকিৎসকেরা ভেন্টিলেটরের রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু কোভিড -১৯ রোগীর ঢেউয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ মেশিন না থাকায় ডায়ালাইসিস না পেয়ে কিডনি বিকল হয়ে তার মৃত্যু তার। একথা জানালে মৃতের পরিবারের সদস্যরা।
ব্রুকলিনের এনওয়াইইউ ল্যাঙ্গোন সহ নিউ ইয়র্ক সিটির হাসপাতালগুলোতে কিডনি জটিলতা নিয়ে আসা কোভিড-১৯ রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় ডায়ালাইসিসের সংকট তৈরি যায়। অপ্রত্যাশিত রোগীর ভিড় মোকাবিলায় ওষুধ, স্বাস্থ্যকর্মী ও মেশিন নেই বলে নেফ্রোলজিস্টরা (কিডনি রোগ বিশেষজ্ঞ) সতর্ক করেছিলেন।কোভিড-১৯ নিয়ে গুরুতর অবস্থায় জামাল চিকিৎসাধীন সময়ে ‘কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি’ হিসাবে পরিচিত বিশেষায়িত ডায়ালাইসিসের যে সরবরাহ সংকট ছিল হাসপাতালের নিজস্ব রেকর্ডে তার ইঙ্গিত মিলেছে বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।