বিবিপি নিউজ: আমেরিকা আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করেছিলেন ২০১৭ সালে। তার মাথার দাম ছিল ১২ লক্ষ টাকা। বুধবার ভারতীয় সেনাবাহিনী এনকাউন্টারে খতম করলেন হিজবুল মুজাহিদিনের প্রথম সারির জঙ্গি রিয়াজ নাইকুকে।
আজ বুধবার, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় এনকাউন্টারে খতম করা হয়। একথা জানিয়েছেন এক উচ্চপদস্থ নিরাপত্তা আধিকারিক। কাশ্মীর উপত্যকায় নিষিদ্ধ হিজবুল জঙ্গিদের মাথা ছিল এই রিয়াজ। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতরাতে রিয়াজের খোঁজে অভিযান শুরু করে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ দল। অবন্তীপোরার বেইগপোরা গ্রামের কাছে আটকে পড়ে ওই হিজবুল জঙ্গি। এনকাউন্টারে খতম করে সেনাবাহিনী। পুরো অভিযানের উপর নজরদারি চালাচ্ছিলেন জম্মু এবং কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং।
গোয়েন্দারা জানিয়েছেন, ২০১৬ সালের ৮ জুলাই অনন্তনাগের কোকারনাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে বুরহান ওয়ানির মৃত্যুর পর উপত্যকায় হিজবুলের প্রধান হয়ে উঠেছিল রিয়াজ।
