বিবিপি নিউজ: করোনা কেড়ে নিয়েছে সাধারণ মানুষের সুখ ও শান্তি। পাশাপাশি কেড়েছে রোজগার। তালাবন্ধ শহরের কলকারখানা থেকে অফিস কাছারি। এর জের সংকট তৈরি হয়েছে। মূর্ছা গেছে অর্থনীতি। যার জেরে দ্রত গতিতে বাড়ছে বেকারত্বের হার। CMIE সংস্থার পরিসংখ্যান অনুযায়ী গত ৩ মে শেষ হওয়া সপ্তাহে দেশে বেকারত্বের হার ছিল ২৭.১১ শতাংশ। অথচ মার্চের মাঝামাঝি সময়েও এদেশে বেকারত্বের হার ৭ শতাংশের নীচে ছিল। বুধবার প্রকাশিত প্রতিবেদনে এমনই জানিয়েছে মুম্বই ভিত্তিক থিংক ট্যাংক সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIE)।
CMIE-এর বিশ্লষণ থেকে জানা গিয়েছে।দেশে গ্রামাঞ্চলের তুলনায় শহরে কোভিড সংক্রমণের হার সর্বাধিক। সেই সমস্ত এলাকায় বেকারত্বের হারও বেশি। মুম্বই ভিত্তিক এই থিংক ট্যাংকের দেওয়া পরিসংখ্যান অনুসারে,ভারতের শহরাঞ্চলে বেকারত্বের হার ২৯.২২ শতাংশ। আর দেশের গ্রামাঞ্চলে এই হার ২৬.৬৯ শতাংশ।
