বিদেশে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে শুরু হল 'বন্দে ভারত' অভিযান! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

বিদেশে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে শুরু হল 'বন্দে ভারত' অভিযান!


বিবিপি নিউজ: আজ থেকে শুরু হল 'বন্দে ভারত' অভিযান। মোট ৬৪ টি বিমানে করে ‌বিদেশে থাকা‌ ভারতীয়দের দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে। এটাই সবচেয়ে বড় অভিযান সরকারের। আজ থেকে আগামী ১৩ ই মে পর্যন্ত চলবে এই‌ অভিযান। বিভিন্ন দেশে আটকে থাকা প্রায় ১৪ হাজার ৮০০ ভারতীয়কে ফিরিয়ে আনা হবে।  এই অভিযানের জন্য প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর জানিয়েছেন।

  বিদেশে মন্ত্রক সূত্রে জানা গেছে, এই  ৬৪ টি উড়ানের মধ্যে ১০টি সংযুক্ত আরব আমিরশাহী, ২’টি কাতার, ৫’টি সৌদি আরব, ৭’টি ব্রিটেন, ৫’টি সিঙ্গাপুর, ৭’টি মার্কিন যুক্তরাষ্ট্র, ৫’টি ফিলিপিন্স থেকে নাগরিকদের ফিরিয়ে আনতে কাজে লাগানো হবে। এছাড়াও, বাংলাদেশ, বাহরিন, মালয়েশিয়া, কুয়েত এবং ওমানে এই ধরণের উড়ান চালানো হবে।

পাশাপাশি মালদ্বীপ এবং UAE-তে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে নৌবাহিনী ‘অপারেশন সমুদ্র সেতু’ শুরু করছে। INS-জলস্ব এবং  INS-মগর নামে দু’টি জাহাজ, মালদ্বীপ থেকে ও INS-শার্দুল, দুবাই-এ আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাবে। দেশে ফিরে আসার যাবতীয় ব্যয় যাত্রীদের বহন করতে হবে। উপযুক্ত শারীরিক পরীক্ষার পরই তাদের উড়ান বা জাহাজে সফর করতে দেওয়া হবে। 

Pages