বিবিপি নিউজ: পরিযায়ী শ্রমিকদের নিয়ে কাঁদা ছোড়াছুড়ি শুরু হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের। এমন পরিস্থিতিতে নিস্তব্ধে ভিন রাজ্যের শ্রমিকদের ঘরে ফেরার ব্যবস্থা করে দিলেন বীরভূম জেলা প্রশাসন।
লকডাউনের জেরে বিভিন্ন রাজ্যে আটকে রয়েছেন রাজ্যের শ্রমিকেরা, তেমনি এরাজ্যেও আটকে ছিলেন ভিন রাজ্যের শ্রমিকেরা। তাদের সবাইকে নিজ নিজ এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন।
বীরভূমের ময়ূরেশ্বরে ইঁটভাটায় কাজ করতে এসেছিলেন "ঝাড়খণ্ডের" 'দুমকা' জেলা থেকে। তাঁরা ময়ূরেশ্বর দু'নম্বর ব্লকের গঙ্গারামপুর, বেজা, উঁচপুর গ্রাম্য এলাকায় তাঁরা ইঁটভাটায় কাজ করতন। লকডাউনের নিয়ম কিছুটা শিথিল হতেই আজ শিশু সহ মোট ৭৪ জন পরিযায়ী শ্রমিকদের সরকারি বাসে তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন ময়ূরেশ্বর ২'নম্বর ব্লক প্রশাসন। সমস্ত খরচ বহন করবে "বীরভূম জেলা প্রশাসন"।
লকডাউনের জেরে বিভিন্ন রাজ্যে আটকে রয়েছেন রাজ্যের শ্রমিকেরা, তেমনি এরাজ্যেও আটকে ছিলেন ভিন রাজ্যের শ্রমিকেরা। তাদের সবাইকে নিজ নিজ এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন।
বীরভূমের ময়ূরেশ্বরে ইঁটভাটায় কাজ করতে এসেছিলেন "ঝাড়খণ্ডের" 'দুমকা' জেলা থেকে। তাঁরা ময়ূরেশ্বর দু'নম্বর ব্লকের গঙ্গারামপুর, বেজা, উঁচপুর গ্রাম্য এলাকায় তাঁরা ইঁটভাটায় কাজ করতন। লকডাউনের নিয়ম কিছুটা শিথিল হতেই আজ শিশু সহ মোট ৭৪ জন পরিযায়ী শ্রমিকদের সরকারি বাসে তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন ময়ূরেশ্বর ২'নম্বর ব্লক প্রশাসন। সমস্ত খরচ বহন করবে "বীরভূম জেলা প্রশাসন"।

