বিবিপি নিউজ: আজ শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের সব উপাচার্যদের সঙ্গে বৈঠকে করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনি জানিয়েছেন লকডাউনের পর কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার এক মাসের মধ্যেই ফাইনাল পরীক্ষা নেওয়া হবে।
অন্যদিকে,UGC অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন এর নির্দেশ মেনে সরকারের তরফে বলা হয়, ফাইনাল সেমেস্টার ছাড়া অন্যান্য বর্ষের ছাত্রছাত্রীদের বিনা পরীক্ষাতেই নতুন পর্যায়ে উত্তীর্ণ করা হবে। এ দিন রাজ্যের উপাচার্যদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন শিক্ষামন্ত্রী।
তবে ফাইনাল সেমেস্টার গুলি কত নম্বরের পরীক্ষা হবে এবং অনলাইন ব্যবস্থায় নেওয়া হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিশ্ববিদ্যালয় গুলোর উপর ছেড়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। অন্য যে সেমেস্টারগুলি স্থগিত রয়েছে, সেগুলির ক্ষেত্রে কী করা হবে তা-ও ঠিক করবে বিশ্ব বিদ্যালয়গুলি। রাজ্যে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে রাজ্যে বর্তমানে ১৯ লাখ ছাত্রছাত্রী রয়েছেন। এদিন বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, লকডাউনের পর শিক্ষা প্রতিষ্ঠান গুলো খুললে যাতে সামাজিক দূরত্ব বিধি ঠিকঠাক মানা হয়, সে ব্যাপারে জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় গুলি খুললে নিরাপত্তার দিকটাও খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে উপাচার্যদের।
