সংকটের মাঝে স্বাস্থ্য সচিব বদল, দায়িত্ব দিলেন পরিবেশ দপ্তরের! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১২ মে, ২০২০

সংকটের মাঝে স্বাস্থ্য সচিব বদল, দায়িত্ব দিলেন পরিবেশ দপ্তরের!


 বিবিপি নিউজ: ভাইরাস সংক্রমণের মাঝেই রেশন বিতর্ক নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর নির্দেশে অপসারিত করা হয়ে খাদ্য সচিবকে। এবার সংকটের মধ্যে বদলি খোদ স্বাস্থ্য সচিব বিবেক কুমার। তাঁর জায়গায় স্বাস্থ্য দফতরের দায়িত্ব গ্রহন করলেন ‌পরিবহন সচিব নারায়ণ স্বরূপ নিগম। 

আজ, মঙ্গলবার নবান্নের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, বিবেক কুমারের পরিবর্তে  নারায়ণ স্বরূপ নিগমকে স্বাস্থ্য সচিব পদে নিয়োগ করা হচ্ছে। বিবেক কুমারকে পরিবেশ দফতরের প্রিন্সিপাল সচিবের দায়িত্বে পাঠানো হয়েছে।তবে করোনা পরিস্থিতিতে তড়িঘড়ি করে কেন স্বাস্থ্য সচিবকে বদলির করেছে রাজ্য, তা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে জল্পনা। যদিও এই বদলিতে একেবারেই বিস্মিত নন রাজ্যের আমলা মহলের অনেকেই। তাঁদের বক্তব্য, গত ৩০ এপ্রিলের পরই বিবেক কুমারের বদলির দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গিয়েছিল।

Pages