বিবিপি নিউজ: করোনা ভাইরাস মহামারির মধ্য বিশাখাপত্তনমে গ্যাস লিক কাণ্ডে মৃত্যু মিছিল। মানুষ থেকে শুরু করে গৃহপালিত পশু প্রান হারিয়েছেন। কমপক্ষে কারখানার পাশ্ববর্তী ১৫ টির বেশি গ্রামের মানুষ বিষাক্ত রাসায়নিক গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়েছেন। এই নিয়ে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে আলাদা করে কথাও বলেছেন তিনি। অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিকে সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী গ্যাস লিকে অসুস্থদের দ্রুত আরোগ্য এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ ছাড়া শাসক-বিরোধী সব রাজনৈতিক দলের নেতারাও মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। অন্য দিকে গ্যাস লিক হওয়া বিশাখাপত্তনমের ওই সংস্থার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের শিল্পমন্ত্রী এমজি রেড্ডি।
বৃহস্পতিবার ভোর রাতে বিশাখাপত্তনমে রাসায়নিক কারখানায় গ্যাস লিকে মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আরও প্রায় ১৫০০ জন অসুস্থ হয়ে শহরের একাধিক হাসপাতালে ভর্তি হয়েছন। মারাত্মক এই দুর্ঘটনায় এ দিন সকালেই টুইটারে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘‘বিশাখাপত্তনমের পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। কথা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গেও। বিষয়টি নজরে রয়েছে।’’
