বিবিপি নিউজ: দেশ জুড়ে চলছে করোনা সংক্রমন রোধ করতে লকডাউন। ঘরবন্দী অবস্থায় নানা অসুবিধার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন মানুষেরা। এমন সময় দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু ভিস্তার সন্ধান চেয়ে পোস্টার পড়ল শিলিগুড়ির একাধিক এলাকায়।
আমরা আছি নিউজ অ্যাপ ডেইলিহান্টে। সার্চ করুন bbp NEWS আর পেয়ে যান আপনার পছন্দের খবর।
স্থানীয় সূত্রে খবর, গতকাল বুধবার রাতে শিলিগুড়ি পানিট্যাঙ্ক, এয়ারভিউ মোড় সহ একাধিক জায়গায় সাংসদ রাজু ভিস্তার-এর নিখোঁজ পোষ্টারে ছেয়ে যায়। এরপরেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। এই বিষয়ে দার্জিলিং জেলার তৃণমূল সভাপতি রঞ্জন সরকার বলেন, লকডাউনের দুঃসময়ে এলাকার মানুষেরা সাংসদকে দেখতে পাচ্ছে না। তিনি
অভিযোগ করেন, বিজেপি কর্মীদের একাংশই এই পোস্টার লাগিয়েছে। বিজেপি নিচুতলার নেতাকর্মীদের দেখা গেলেও সাংসদের কোনও পাত্তা নেই তাই তারাই নিখোঁজ পোষ্টার লাগিয়েছে। যদিও এই বিষয়ে বিজেপির অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে ষড়যন্ত্র করে এমন পোস্টার লাগিয়েছে।
