বিবিপি নিউজ: দিন দিন করোনার কোপে স্বাস্থ্য কর্মীরা। ফের করোনায় আক্রান্ত RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক নার্স। ওই নার্সের সংস্পর্শে আসা আরও ১০ জন চিকিৎসক ও নার্সকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদেরও লালারসের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে বলে।
জানা গেছে, আক্রান্ত ওই নার্স RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের CCU-তে কর্মরত ছিলেন।
ক্রমেই বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। মৃত্যুও হচ্ছে অনেকের। তবু লড়াই থেমে থাকেনি।
