সঙ্গী করোনা! পড়ুয়াদের কথা মাথায় রেখে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ঘোষণা করলেন সরকার - BBP NEWS

Breaking

সোমবার, ১৫ জুন, ২০২০

সঙ্গী করোনা! পড়ুয়াদের কথা মাথায় রেখে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ঘোষণা করলেন সরকার


বিবিপি নিউজ,কলকাতা: করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে ফ্রান্সে। এরপরেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দিয়েছে সরকার। এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রবিবার তিনি সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা করেন। তবে সবাইকে বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।  

করোনা সংকটকালীন সময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ চতুর্থবারের মত জাতির উদ্দেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি বার, রেস্টুরেন্ট সহ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা করেন। একই সাথে বিমানবন্দর ও সীমান্ত খুলে দেয়ার কথা বলেছেন তিনি। তবে আন্তর্জাতিক ফ্লাইট কিংবা স্থানীয় ফ্লাইটগুলো নির্ভর করবে অন্যান্য দেশের উপর। করোনা সংকটের কারণে দ্বিতীয় দফা পৌরসভা নির্বাচন ২৮ জুন অনুষ্ঠিত হবে বলে জানান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।  

Pages