বিবিপি নিউজ, কলকাতা: লকডাউনে ভার্চুয়াল জগতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ ‘জনসংবাদ র্যালি'-র মাধ্যমে বাংলায় এবার পরিবর্তনের ডাক দিলেন। আজ মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বাংলা থেকে তাড়ানোর ডাক দিলেন অমিত শাহ।
ভার্চুয়াল র্যালিতে অংশ নিয়েছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারাও। একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমন শানালেন। কখনও বলেন "আমরা রাজনীতি করছি না, রাজনীতি করছেন মমতাদি", আবার কখনও কেন্দ্রের নানা সুবিধা থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বঞ্চিত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের বঞ্চিত করছেন তিনি। এদিনের এই ‘জনসংবাদ র্যালিতে সরাসরি তৃনমূল সরকারকে নিশানা করলেন বিজেপির চাণ্যক।
তিনি আরও বলেন, খুব তাড়াতাড়ি বাংলায় বিজেপি সরকার আসতে চলেছে, এমন কথাও বলেন বিজেপির পোড় খাওয়া নেতা। 'করোনা এক্সপ্রেস'ই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বাংলা থেকে বাইরে পাঠিয়ে দেবে, পরিযায়ী শ্রমিকদের প্রতি তৃণমূল সরকারের বঞ্চনার অভিযোগ তুলে ধরে বলেন অমিত শাহ।মঙ্গলবার ভার্চুয়াল সমাবেশের মাধ্যমে রীতিমতো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্যে বিজেপির সুর বেঁধে দিলেন অমিত শাহ।
