বিবিপি নিউজ: মারন ভাইরাস করোনা সংক্রমণ দিন দিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে পশ্চিমবঙ্গ। মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত রাজ্যে নতুন করে আরও ৪১৫ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাজ্যে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ হাজার ৯০৯।
পাশাপাশি আরও ১০ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে ৪ জন কলকাতার বাসিন্দা। এমনটাই জানিয়েছেন রাজ্য
স্বাস্থ্য দফতর। ফলে এই নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৪৯৫। রাজ্যের বিভিন্ন হাসপাতালে ৫৩৮৬ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি আরো ৫৩৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ফলে মোট ৬ হাজার ২৮ জন রোগী সুস্থ হয়েছেন।