বন্ধ বেসরকারি বাস! ভরসা টেম্প, ম্যাক্স - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

বন্ধ বেসরকারি বাস! ভরসা টেম্প, ম্যাক্স


বিবিপি নিউজ: ঘড়ির কাঁটায় বিকেল ৫টা। ভিড় বাড়তেই শুরু করেছে আস্তে আস্তে। চলছে গুটিকয়েক সরকারি বাস ও কয়েকটা বেসরকারি বাস। তবে সারদিন ঠিক থাকলেও সন্ধ্যা হতেই তার আকাল শুরু। ভরসা টেম্প, ম্যাক্স, চারশ'সাত এর মত মালবাহী গাড়ি। আর যদিও একটা দুটো অটো মেলে তাতে আবার দ্বিগুণ তিনগুণ ভাড়া। 

লকডাউনের পর এটাই রোজনামচা বারাসত তিতুমীর বাসস্ট্যান্ডে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলে যথিও একটা বাস মেলে তাতে সিট তো দূরের কথা দাড়িয়ে যাওয়ার জায়গা নেই। স্টান্ডে বাস দাঁড়ানোর আগেই ছুটোছুটি শুরু হয়ে যায়। এখন সারাদিন যশোহর রোডে যাতায়াতের ভরসা বাস ও অটো। তবে আনলক-১ এর পর থেকে অটোয় দ্বিগুণ ভাড়া হওয়ার নাজেহাল অবস্থা অফিস ফেরত যাত্রী থেকে নিত্য যাত্রীদের।

Pages