সামাজিক দূরত্ব মেনে স্টেডিয়ামে ইউনিভার্সিটির পরীক্ষা! - BBP NEWS

Breaking

বুধবার, ১০ জুন, ২০২০

সামাজিক দূরত্ব মেনে স্টেডিয়ামে ইউনিভার্সিটির পরীক্ষা!




বিবিপি নিউজ,দিল্লি:  করোনা ভাইরাসের প্রকোপ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রেখে খোলা আকাশের নীচে স্নাতক ও স্নাতকোত্তর, ডিগ্রি স্তরের পরীক্ষা শুরু হল। দিন দিন বেড়ে চলেছে ভাইরাস সংক্রমণের সংখ্যা।
গত বছর নভেম্বর থেকে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চলেছে গোটা বিশ্বের মানুষের। এমন পরিস্থিতিতে স্কুল, কলেজ,সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বহু পরীক্ষা আটকে রয়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষার জন্য বেছে নেওয়া হল শহরের কয়েকটি স্টেডিয়াম। আর সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা।

শিক্ষা ব্যবস্থা সচল রাখতে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। দক্ষিণ কোরিয়ার সিওল প্রদেশের প্রশাসনের নির্দেশে সিওলের অধিকাংশ শহরের স্টেডিয়াম বেছে নেওয়া হয়েছে পরীক্ষার্থীদের পরীক্ষার জন্য।
ইতিমধ্যেই স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পরীক্ষা শেষ হয়েছে। পাশাপাশি শুরু হয়েছে ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা। পরীক্ষার সময় স্বাস্থ্য বিধিনিষেধ বজায় রেখে‌ মুখে মাস্ক পড়ে চলছে পরীক্ষা।

Pages