বিবিপি নিউজ: হোয়াটসঅ্যাপে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবন উড়িয়ে দেওয়ার হুমকি। এর জেরেই ঘুম উড়েছে উত্তরপ্রদেশ পুলিশের। মুখ্যমন্ত্রীর বাড়ির পাশাপাশি ওই তালিকায় টার্গেটে রয়েছে রাজ্যের আরও ৫০ টি জায়গা।
পুলিশ সুত্রে জানা গেছে, হোয়্যাটসঅ্যাপে পাঠানো সেই হুমকি মেসেজর পর কোনোরকম রিস্ক নিতে রাজি নয় ইউপি পুলিশ। তড়িঘড়ি লখনউয়ে ৫ কালিদাস মার্গে যোগীর সরকারি বাসভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। কালিদাস মার্গে রাজ্যের একাধিক মন্ত্রীরও সরকারি বাসভবন আছে। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, বাড়তি নজরদারি চালাচ্ছে পুলিশ। কড়া তল্লাশি করা হচ্ছে। মোতায়েন করা হয়েছে স্নিপার ডগও। একইসঙ্গে কে সেই হুমকি মেসেজ পাঠিয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ।