ফের গো মাংস পাচার সন্দেহে গো-রক্ষকদের হাতে আক্রান্ত ট্রাকচালক, হাতুড়ি দিয়ে আক্রমন; দশকের ভূমিকায় পুলিশ - BBP NEWS

Breaking

রবিবার, ২ আগস্ট, ২০২০

ফের গো মাংস পাচার সন্দেহে গো-রক্ষকদের হাতে আক্রান্ত ট্রাকচালক, হাতুড়ি দিয়ে আক্রমন; দশকের ভূমিকায় পুলিশ


বিবিপি নিউজ: ফের গো-রক্ষকদের হাতে আক্রান্ত এক ট্রাক চালক। এবার ঘটনার কেন্দ্রস্থল গুরগাঁও।
 গোরুর মাংস পাচার সন্দেহে এক ট্রাক চালককে পুলিশের সামনেই বেদম পেটানো হল। সেই দৃশ্য রাস্তায় দাঁড়িয়ে দেখলেন নাগরিকরা। পরে দেখা গেল স্রেফ সন্দেহ। কারণ ওই ট্রাকে করে যাচ্ছিল মোষের মাংস। 

এনসিআর এলাকার অন্তর্গত গুরগাঁওর এই ঘটনা শুক্রবার সকালের। শহরের অভিজাত গ্লিস্টেনিং টাওয়ারের ঢিল ছোঁড়া দূরত্বে এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত ট্রাকচালকের নাম লুকমান। যে ট্রাক ঘিরে সন্দেহ, তাকে আট কিমি ধাওয়া করে গ্লিস্টেনিং টাওয়ারের সামনে আটক করে গো-রক্ষকরা। তারপরেই সেই ট্রাক চালককে নামিয়ে হাতুড়ি দিয়ে পেটানো হয়। অভিযোগ, "সেই ট্রাকচালক গোরুর মাংস পাচার করছিলেন।"যদিও পরীক্ষাগারে নমুনা পরীক্ষার পর জানা গিয়েছে, সেই মাংস মোষের। এই ঘটনায় অপরিচিত আততায়ীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। প্রদীপ যাদব নামে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। আহত ট্রাক চালক গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। 

Pages