দেশবাসীর জন্য সুখবর; সম্পূর্ণ বিনামূল্যে করোনা ভ্যাক্সিন দেওয়া হবে, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর - BBP NEWS

Breaking

সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

দেশবাসীর জন্য সুখবর; সম্পূর্ণ বিনামূল্যে করোনা ভ্যাক্সিন দেওয়া হবে, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর



বিবিপি নিউজ: নবমীতে সুখবর দিলেন মোদী মন্ত্রী সভার মন্ত্রী প্রতাপ ষড়ঙ্গী। শুধু বিহার নয়, গোটা দেশেই বিনামূল্যে কোভিড ভ্যাক্সিন বিতরণ করা হবে। রবিবার এমনটাই জানিয়েছেন তিনি। চলতি সপ্তাহে বিহার বিধানসভা নির্বাচন শুরু হতে চলেছে। নির্বাচনী প্রচারে বিহারবাসীর জন্য বিনামূল্যে করোনা ভ্যাক্সিন দেওয়ার ঘোষণা করে জোরদার বিতর্ক উসকে দিয়েছে বিজেপি। কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে বিরোধীরা অতিমারী নিয়ে রাজনীতিকরণের অভিযোগ তোলেন। পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাফাই দেন, ঘোষণাটি নিতান্তই নির্বাচনী ইস্তেহার। করোনা ভাইরাস প্রতিষেধক ভ্যাক্সিন তৈরি হলে তা সমস্ত দেশবাসীর জন্য বিনামূল্যে দেওয়া হবে বলে গত ২০ অক্টোবর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরে রবি ষড়ঙ্গী জানান, জনপ্রতি টিকা দেওয়ার খরচ পড়বে প্রায় ৫০০ টাকা। ইতিমধ্যে তামিল নাডু, মধ্য প্রদেশ, অসম ও পুদুচ্চেরি সরকার রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাক্সিন দেওয়ার ঘোষণা করেছে। 

Pages