বিবিপি নিউজ: ভয়বহ আত্মঘাতী হামলায় নিহত হলেন কমপক্ষে ২৪ জন পড়ুয়া। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে আফগানিস্তানের রাজধানী কাবুলের শিক্ষাকেন্দ্রের সামনে। জখম হয়েছেন অন্তত ৬০ জন।
আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র তারেক আরিয়ান জানান, সুইসাইড বোম্বার শিক্ষাকেন্দ্রের ভিতরে ঢুকতে চেয়েছিল। কিন্তু, সেন্টারের রক্ষীদের সন্দেহ হওয়ায় আটকে দেয়। তার পরেই বিস্ফোরণ ঘটায় ওই আত্মঘাতী বোমারু। সরকারি ভাবে এখনও পর্যন্ত ২৩ জন নিহত, ৫৭ জন আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। পরে আরও ১ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন অনেকেই, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
