বিহার বিধানসভা নির্বাচনে মোদির বার্তা, পেহেলে মাতদান, ফির জলপান - BBP NEWS

Breaking

বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

বিহার বিধানসভা নির্বাচনে মোদির বার্তা, পেহেলে মাতদান, ফির জলপান



বিবিপি নিউজ, নিজস্ব প্রতিবেদক: কোভিড পরিস্থিতির মধ্যেই আজ থেকে শুরু হল বিহার বিধানসভা নির্বাচন। আজ প্রথম পর্যায়ের নির্বাচনে ১৬ টি জেলায় মোট ৭১ টি আসনে ভোটগ্রহণ চলছে। সকাল ১০ টা পর্যন্ত ৭.৩৫ শতাংশ ভোট পড়েছে। এবারের বিহার বিধানসভা নির্বাচনে বিশেষভাবে এগিয়ে এসেছে কংগ্রেসের মহাজোট।এই মহাজোটের নেতৃত্ব দিয়েছে তেজস্বী যাদব। অন্যদিকে এনডিএ জোটও পিছিয়ে নেই। তারাও সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে।নির্বাচনের আগে পর্যন্ত স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বান্তকরণে প্রচার চালিয়ে গেছেন। তাই এবারের বিহার বিধানসভা নির্বাচনে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বলাই বাহুল্য।

 নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, "আজ বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের নির্বাচন, বিহারের সাধারণ মানুষকে গণতন্ত্রের উৎসবে অংশ নেওয়ার জন্য আবেদন জানাই।তবে মাথায় রাখতে হবে,কোভিড বিষয়ক সতর্কতার কথাও দু-গজের দূরত্ব বজায় রাখুন,মাস্ক পড়ুন। মনে রাখতে হবে, প্রথমে মতদান,পরে জলপান।" 

যদিও ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে এনডিএ জোট এর থেকে প্রথম পর্যায়ে মহাজোট এগিয়েছিল। গতবারের প্রথম পর্যায়ের ভোটে মহাজোট ৫৪ টি আসন জয়লাভ করেছিল, এনডিএ জোট পেয়েছিল মাত্র ১৫টি আসন।তাই এবার যে তারা অনেকটা এগিয়ে থেকে লড়াই করবে তা রাজনৈতিক সমীকরণই বলে দিচ্ছে। তাই প্রথম পর্যায়ের ভোটগ্রহণকে দুপক্ষই পাখির চোখ করেছে। সেজন্য দুপক্ষেরই সামনে এখন প্রথম পর্যায়ে নির্বাচনে কে এগিয়ে থেকে দ্বিতীয় পর্যায়ের জন্য ঝাঁপাবে তার উত্তর সময় দেবে।

Pages