বিবিপি নিউজ: সম্প্রতিই ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউণ্ডার খেলোয়াড় হার্দিক পান্ডিয়া বলিউড অভিনেত্রী নাতাশা স্টেনকোভিচের সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেলেছেন আর দ্রুতই তারা নিজেদের নতুন ইনিংস শুরু করবেন। হার্দিক পান্ডিয়া তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন অন্যদিকে কিছু সময় ধরে ভারতীয় ক্রিকেট দলের আরেক তারকা ব্যাটসম্যান কেএল রাহুলের নামও বলিউডের অভিনেত্রীদের সঙ্গে জুড়েছে এবং এর মধ্যে সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টির সঙ্গেও সম্পর্কের খবর রয়েছে।
এইভাবেই সময় সময়ে ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে বলিউড অভিনেত্রী বা টলিউড অভিনেত্রীদের নাম যুক্ত হয়েছে। ঠিক তেমনই এবার বাহুবলী খ্যাত অভিনেত্রী অনুষ্কা শেট্টিকে নিয়ে হইচই। পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দক্ষিণী মিডিয়ার একটি রিপোর্ট অনুযায়ী অনুষ্কা শেট্টি দ্রুতই একজন ভারতীয় ক্রিকেটারকে বিয়ে করতে চলেছেন। আগে এমনিতেও বেশ কয়েকবার বাহুবলী নায়ক প্রভাসের গুঞ্জন শোনা গিয়েছে। একাধিকবার তাদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। কিন্তু মিডিয়া রিপোর্ট অনুযায়ী অনুষ্কা বিয়ের পিঁড়িতে বসবেন কোনো ভারতীয় ক্রিকেটারের সঙ্গে। যদিও এখনও পর্যন্ত অনুষ্কা শেট্টি কোন ভারতীয় ক্রিকেটারকে বিয়ে করবেন তা স্পষ্ট নয়। তবে অনুষ্কা এখনও পর্যন্ত কিছু জানায়নি। সর্বদা তাঁর বিয়ের খবর বা জীবন সঙ্গীর খবর লুকিয়ে রাখতে পছন্দ করেন। তবে রিপোর্টে এটা অবশ্যই বলা হচ্ছে যে অনুষ্কা শেট্টি যে ভারতীয় ক্রিকেটারকে বিয়ে করতে চলেছেন তিনি উত্তর ভারতের ক্রিকেটার। কিন্তু এখন এটা দেখা ইন্টারেস্টিং হবে যে শেষমেশ কোন উত্তরভারতের ক্রিকেটার অনুষ্কার প্রেমে ক্লীন বোল্ড হয়ে গিয়েছেন।
