বকেয়া টাকা চাওয়ায় অপরাধ, শ্রমিকের মলদ্বারে 'পাম্প' দিয়ে হাওয়া ঢোকালেন মালিক! - BBP NEWS

Breaking

রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

বকেয়া টাকা চাওয়ায় অপরাধ, শ্রমিকের মলদ্বারে 'পাম্প' দিয়ে হাওয়া ঢোকালেন মালিক!



বিবিপি নিউজ: নিজের বকেয়া টাকা চাওয়ায় অপরাধ। এর জেরে সহ্য করতে হল নির্যাতন। কারখানায় মালিকের কাছে টাকা চাইতে গিয়েছিলেন মধ্যপ্রদেশের শিবপুরি জেলার গাজিগাড ধোরিয়া গ্রামের পরমানন্দ ধাকাড় নামের ওই শ্রমিক। সে সময় টাকা দেওয়া তো দূরের কথা উপরন্তু তাঁর উপর চলল শারীরিক নির্যাতন।ধাকাড়ের মলদ্বারে পাম্প দিয়ে হাওয়া ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মালিকের সঙ্গে এই কাজে যুক্ত হয় কারখানার আরও ৪ জন। সকলেই ধাকাড়ের ওপর জোর খাটিয়ে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটায়।

ধাকাড়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন, অভিযোগে ধাকড়ে পুলিশকে বলেন, গত ৮ নভেম্বর মালিকের কাছে পারিশ্রমিক চাইতে যান সে। টাকা না দিয়ে চূড়ান্ত অপমান করে মালিক। তারপর কথা কাটাকাটি শুরু হওয়ায় ধাকাড়ের মলদ্বারে পাম্প দিয়ে হাওয়া ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মালিকের সঙ্গে এই কাজে যুক্ত হয় কারখানার আরও ৪ জন। সকলেইধাকাড়ের ওপর জোর খাটিয়ে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটায়। মূলত শ্রমিকের মুখ বন্ধ করতে এমন অত্যাচার চলে তার ওপর। তবে এই ঘটনায় খুবই অসুস্থ হন ধাকাড়।বেগতিক দেখে ধাকাড়কে হাসপাতালে ভর্তি করা হয়। দুইদিন পরে জ্ঞান ফিরলে নিজেই পরিবারকে নির্মম অত্যাচারের কথা বলে। পরিবারের সদস্যরা কারখানার মালিক সহ ওই চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Pages