বিবিপি নিউজ: 'আশিকী' খ্যাত অভিনেতা রাহুল রায় বাড়ি ফিরে এসেছেন। অবশেষে ৪৫ দিন লড়াইয়ের পরে, ৬ জানুয়ার মুম্বাইয়ের হাসপাতাল থেকে ছাড়া পেলেন।গত বছর নভেম্বরে কারগিলে 'এলএসি'-র শ্যুটিং চলাকালীন ব্রেইন স্ট্রোক নিয়ে হাসপাতালে ভর্তি হন।
রাহুল আফাসিয়া নামক একটি পরিস্থিতির সাথে লড়াই করে যাচ্ছিলেন, যেখানে কথা বলতে অসুবিধা হয়। রাহুলের খারাপ অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে কারগিল থেকে মুম্বাইয়ে নিয়ে এসে চিকিত্সা করানো হয়েছিল। রাহুলের শ্যালক রোমির সেন এক সাক্ষাত্কারে তার স্বাস্থ্যের বিষয়ে কথা বলেন,অভিনেতা ঘরে ফিরে এসেছেন তবে পুরোপুরি সুস্থ হতে তাঁর আরও ৬-৭ মাস সময় লাগবে। তার ফিজিও এবং স্পিচ থেরাপি অবিরত থাকবে।