চিনা বন্দরে আটকে থাকা ২৩ ভারতীয় নাবিক দেশে ফিরবে আগামী সপ্তাহে - BBP NEWS

Breaking

শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

চিনা বন্দরে আটকে থাকা ২৩ ভারতীয় নাবিক দেশে ফিরবে আগামী সপ্তাহে



বিবিপি নিউজ: দীর্ঘদিন ধরে চিনা বন্দরে আটকে থাকা ২৩ জন নাবিক দেশে ফিরতে চলেছে আগামী সপ্তাহে। আজ শনিবার কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মন্দাভিয়া ট্যুইট করে একথা জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের পর অবশেষে চীনা বন্দর থেকে কার্গো জাহাজ এমভি জগ আনন্দ জাপানের চিবার দিকে যাত্রা শুরু করছে।  এদিন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মন্দাভিয়া ট্যুইট করে বলেন, “চীনে বন্দরে আটকে থাকা আমাদের সমুদ্র যাত্রীরা ভারতে আসছেন। জাহাজ এমভি জগ আনন্দ, চীনে আটকে থাকা ২৩ জন ভারতীয় ক্রু-দের নিয়ে জাপানের দিকে রওনা হয়েছে, ১৪'ই জানুয়ারী ভারতে পৌঁছে যাবে। ট্যুইটে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের জেরে এটা সম্ভব হয়েছে।


Pages