বিবিপি নিউজ: দুই বছর পর অবশেষে বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক মৃত্যুর কথা স্বীকার করলেন প্রাক্তন পাক কূটনীতিবিদ। পাকিস্তানের এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে আঘা হিলালি নামে ওই প্রাক্তন কূটনীতিবিদ বলেন, ‘আন্তর্জাতিক সীমান্ত পার করেছিল ভারত এবং যুদ্ধের মতো কাজ করেছিল। তাতে কমপক্ষে ৩০০ জনের মৃত্যুর হয়েছিল। ওদের থেকে আমাদের লক্ষ্য ভিন্ন ছিল। আমরা ওদের হাইকমান্ডদের নিশানা করেছিলাম। ওটাই আমাদের সত্যিকারের নিশানা ছিল, কারণ ওঁরা সামরিক বাহিনীর সদস্য ছিলেন। ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনা সার্জিকাল স্ট্রাইক করে পাকিস্তানের বালাকোটের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে। এরপরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার প্রথম থেকেই দাবি করে আসছিল, পাকিস্তান খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে ভারতীয় বায়ুসেনার সেই হামলায় কেউ হতাহত হননি। নগণ্য কিছু ক্ষতি হয়েছে। যদিও প্রথম থেকেই ইসলামাবাদের সেই দাবি উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। তা সত্ত্বেও নিজেদের দাবিতে অনড় ছিলেন ইমরানরা। কিন্তু এবার সত্যিটা ফাঁস হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ইমরানের সরকার।