বিবিপি নিউজ: দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। ভারতে চলতি মাসের ১৬ তারিখ অর্থাৎ আগামী সপ্তাহের শনিবার থেকে করোনা ভাইরাসের টিকা প্রদান শুরু হবে। কেন্দ্রীয় সরকারের তরফে এমনটাই জানানো হয়েছে।
গত ৩ জানুয়ারি জরুরি ভিত্তিতে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) এবং ভারত বায়োটেককে করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছেন ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)। তারপর থেকেই প্রশ্ন উঠছিল, কবে ভারতে টিকা প্রদান শুরু হবে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, করোনা টিকাকরণ প্রক্রিয়ার জন্য সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কতটা প্রস্তুত আছে, তা পর্যালোচনার জন্য আজ উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি রাজীব গৌবা, প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পি কে মিশ্র, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ-সহ কেন্দ্রের উচ্চপদস্থ আধিকারিকরা। সেখানেই ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ প্রক্রিয়া শুরু করার উপর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ৩০ কোটি মানুষকে টিকা প্রদান করা হবে। সর্বপ্রথম টিকা পাবেন প্রায় তিন কোটি স্বাস্থ্যকর্মী-সহ প্রথম সারির করোনা ভাইরাস যোদ্ধারা। তারপর পঞ্চশোর্ধ্ব মানুষ এবং কো-মর্বিডিটি থাকা ৫০ বছরের থেকে কম বয়স্ক মানুষকে টিকা প্রদান করা হবে। আগামী শনিবার থেকে করোনা টিকা প্রদান শুরু হলেও ইতিমধ্যে দু'দফায় দেশব্যাপী ‘ড্রাই রান’ বা টিকাকরণ প্রক্রিয়ার মহড়া চলেছে।