বিবিপি নিউজ: বিজেপির প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে কলেজ ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। এর জেরে ছাত্রীর পরিবারের সদস্যরা ওই কলেজের চেয়ারম্যান তথা প্রাক্তন বিজেপি বিধায়ককে বেধড়ক পেটালেন। উত্তরপ্রদেশের বারাণসী জেলার বাগাতুয়া এলাকায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের চিরাগাঁও বিধানসভা থেকে দু’বার জয়ী হওয়া প্রাক্তন বিজেপি বিধায়ক মায়াশংকর পাঠকের বালুয়া পাহাদিয়া গ্রামে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। কয়েকদিন আগে ওই কলেজের এক ছাত্রীকে মায়াশংকর পাঠক যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। এর জেরে মেয়েটির পরিবারের সদস্য ও কয়েকজন প্রতিবেশী এসে প্রাক্তন ওই বিজেপি বিধায়ককে বেধড়ক মারধর করেন। স্থানীয় প্রশাসন মহলে প্রাক্তন বিজেপি বিধায়কের মারধরের একটি ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। ভিডিওটিতে দেখা যায়, একটি চেয়ার বসে কান ধরে রয়েছেন মায়াশংকর। তদন্তে পুলিশ জানতে পারে, মেয়েটির যৌন হেনস্তার বিষয়ে এখনও পর্যন্ত স্থানীয় থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি।পাশাপাশি প্রাক্তন বিজেপি বিধায়কও মারধরের ঘটনার জেরে পুলিশের দ্বারস্থ হননি। তাই প্রশাসন স্বতঃপ্রণোদিত হয়ে ভিডিও ফুটেজ দেখে মারধরের ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে।