প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন হৃতিক-দীপিকা - BBP NEWS

Breaking

রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন হৃতিক-দীপিকা

 


বিবিপি নিউজ: বলিউডের দুই তারকা  হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোনকে এবার একই ফ্রেমে জুটি বাঁধতে দেখা যাবে। দুজনই বলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পী। এখন পর্যন্ত একসঙ্গে তাদের দুজনকে রুপালি পর্দায় দেখা যায়নি।

   ‘ব্যাং ব্যাং’, ‘ওয়ার’র সিনেমা নির্মাতা পরিচালক সিদ্ধার্থ আনন্দ তার পরবর্তী সিনেমায় হৃতিক-দীপিকাকে জুটি হিসেবে চাইছেন তিনি।এই প্রসঙ্গে একটি সূত্র বলেন, হৃতিক ও দীপিকা দুজনই একসঙ্গে কাজ করতে আগ্রহী ছিলেন। হৃতিকের সঙ্গে দেখা হলেই দীপিকার একটাই প্রশ্ন থাকে, ‘কখন? কখন? কখন?’ কিন্তু তাদের দুজনকে এক করতে হলে একটি চমৎকার চিত্রনাট্যের প্রয়োজন ছিল। এজন্য অতীতে হৃতিকের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন দীপিকা। অবশেষে এই অভিনেত্রীর জন্য চমৎকার একটি চিত্রনাট্য খুঁজে পেয়েছেন সিদ্ধার্থ আনন্দ। জানা গেছে, অ্যাকশন ঘরানার এই সিনেমায় হৃতিক ও দীপিকাকে ঝুঁকিপূর্ণ দৃশ্যে দেখা যাবে। দুজনই বেশ কিছু অ্যাকশন দৃশ্যে একসঙ্গে স্টান্ট করবেন।

Pages