বিবিপি নিউজ: ভয়বহ অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের মুম্বাইয়ে থানে এলাকার এক দোকানে। আগুন নেভাতে গিয়ে দুই দমকলকর্মী গুরুতর জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রের পশ্চিম থানে এলাকার রামনগর এলাকায় শনিবার সন্ধ্যায় ভয়বহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুই দমকলকর্মী গুরুতর জখম হয়েছেন। আহতদের মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
