দ্বীতিয়বার বিজেপির দপ্তরের শোভন চট্টোপাধ্যায়,সঙ্গী বৈশাখী - BBP NEWS

Breaking

রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

দ্বীতিয়বার বিজেপির দপ্তরের শোভন চট্টোপাধ্যায়,সঙ্গী বৈশাখী



বিবিপি নিউজ: বিজেপিতে দুই বছর যোগ দিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। কিন্তু গেরুয়া শিবিরের যোগাদানের পর দ্বিতীয়বারের মতো রাজ্য বিজেপির সদর দপ্তরে গিয়ে বৈঠকে করলেন। সঙ্গে ছিলেন বিজেপি কলকাতা জোনের সহ আহ্বায়ক বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

আজ রবিবার সন্ধ্যায় হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে যান তিনি। সেখানে বৈঠক করেন দলের  নেতা সুনীল বনসল, গজেন্দ্র সিং শেখাওয়ত, অমিতাভ চক্রবর্তী, প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে।  এদিন সন্ধ্যায় নিজের গাড়িতে দলীয় কার্যালয়ে হাজির হন তিনি। দুজনেই দলীয় কার্যালয়ে ঢুকে সাত তলায় চলে যান। বৈঠক শেষে বেরিয়ে শোভন জানান, বিজেপির দফতরে গিয়ে দলের সংগঠন পরিচালনার ব্যাপারে বৈঠক হয়েছে।কী করে বিধানসভা নির্বাচনের আগে কলকাতায় দলের সংগঠনকে আরও মজবুত করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। 

Pages