বুম্বাদার বাড়িতে বিজেপি নেতা, দিলেন শাহকে নিয়ে লেখা বই,জল্পনা তুঙ্গে - BBP NEWS

Breaking

বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

বুম্বাদার বাড়িতে বিজেপি নেতা, দিলেন শাহকে নিয়ে লেখা বই,জল্পনা তুঙ্গে


বিবিপি নিউজ: অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেন আরএসএস-এর প্রধান। এরপরেই মিঠুন চক্রবর্তীর বিজেপিতে যোগদানের রহস্য সৃষ্টি হয়েছে। এরই মধ্যে এবার টলিউডের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে দেখা করলেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। এরপরেই ভোটমুখী পশ্চিমবঙ্গে জল্পনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সরস্বতী পুজোর সন্ধ্যায় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। দু'জনের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হয়। সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে নিজের লেখা বই ‘অমিত শাহ অ্যান্ড দ্য মার্চ অফ বিজেপি’ উপহার দেন। এতেই জল্পনা তৈরি হয়েছে। তাহলে এবার কি পদ্ম শিবিরে যোগ দিতে চলেছেন টলিউডের ‘ফার্স্ট ম্যান’? যদিও বিজেপির এক শীর্ষনেতার দাবি, নেহাতই সৌজন্য সাক্ষাতের জন্য প্রসেনজিতের বাড়িতে গিয়েছিলেন অনির্বাণ। তাতে রাজনৈতিক রং খোঁজার দরকার নেই। 

Pages