বিবিপি নিউজ: বুধবার রাতে কাঁকুড়গাছিতে ‘হামলায়’ আহত শিবাজিকে দেখতে হাসপাতালে গেলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী। যত সময় কাটছে ততই বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। আহত শিবাজি সিংহ রায় বিজেপির উত্তর কলকাতার সভাপতি। বুধবার কাঁকুড়গাছিতে সভা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার আগে সকালে ৩৪ এবং ৩৫ ওয়ার্ডে বিজেপির কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছিল। বিজেপির কর্মীদের মারধরও করা হয়ে বলে দাবি হয়েছিল। সেই ‘হামলা’-র অভিযোগ জানাতে সভা শেষের পর সন্ধ্যায় বিজেপি কর্মীদের নিয়ে বেলেঘাটার হেমচন্দ্র নস্কর রোডে ডেপুটি পুলিশ কমিশনারের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন শুভেন্দু। সেই সময় বিজেপির মিছিল লক্ষ্য করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ইট ছোড়ার অভিযোগ ওঠে। শুভেন্দুর দাবি, মানুষ বিজেপির সভায় আসছেন। তাঁদের সামনে তৃণমূল সরকারের সত্যি ফাঁস হয়ে যাওয়ার ভয়েই হামলা চালানো হচ্ছে। ঘটনায় আহত হন বিজেপির উত্তর কলকাতার সভাপতি-সহ গেরুয়া শিবিরের একাধিক নেতা। শিবাজিকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। রাতের তাঁকে দেখতে হাসপাতালে আসেন বিজয়বর্গীয়।
বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
