বিবিপি নিউজ: বাজারে বেড়েছে ইলিশ মাছের জোগান। কিছুটা হলেও বড় ইলিশের স্বাদ পেয়েছে বঙ্গবাসী। কিন্তু দামের জেরে গায়ে জ্বর মধ্যবিত্তের। তবে কেজিতে দাম উঠল ১৪০০ টাকার মতো। রবিবার শহরতলীর বাজারের বিক্রেতারা জানান, আগের থেকে বাজারে ইলিশ মাছের জোগান বেড়েছে। কিন্তু অন্যবার যতটা থাকে, তার থেকে অনেকটাই কম আছে। দাম অবশ্য অনেকটা বেশি পড়ছে।
মোটামুটি এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৪০০-১৫০০ টাকায়। বিভিন্ন আকারের ইলিশ পাওয়া যাচ্ছে। সেই ইলিশ প্রাপ্তিতে কিছুটা হাসি ফুটেছে ক্রেতাদের মুখে। বাজারের ব্যাগে করে কিছুটা হলে ইলিশ নিয়েও ফিরেছেন। কিন্তু সকলের একটাই আক্ষেপ, দামটা বড্ড বেশি। নাহলে আরও একটু নেওয়া যেত। এমনিতে এবার ইলশেগুঁড়ি বৃষ্টিতে ভরা আষাঢ়েও পদ্মায় দেখা মিলছে না ইলিশের। যদিও বর্ষা আগেভাগে আসায় মৎস্যজীবীদের আশা ছিল, অন্যবারের থেকে এবার বেশি ইলিশ মিলবে। কিন্তু দেখা নেই ইলিশের। মাঝেমধ্যে কিছু ইলিশের দেখা মিলছে।শুধু পদ্মা নয়, বঙ্গোপসাগরেও একইভাবে ইলিশের আকাল দেখা দিয়েছে। জালে কার্যত ধরা পড়ছে না ইলিশ।
