বিবিপি নিউজ: আগামী ২২ জুলাই অর্থাত্ বৃহস্পতিবার প্রকাশিত হবে রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। ওইদিন দুপুর তিনটেয় ফল প্রকাশ করা হবে বলে জানানো হল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। পরের দিন ২৩ জুলাই সকাল ১১টার পর থেকে মিলবে মার্কশিট।মঙ্গলবার সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২২ জুলাই বিকেল ৪ টে থেকে ওয়েবসাইট, এসএমএস অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে পরীক্ষার ফলাফল জেনে নিতে পারবেন ছাত্রছাত্রীরা। কোন কোন ওয়েবসাইট থেকে জানা যাবে ফল, দেখে নিন।
সংসদের তরফে জানানো হয়েছে 'WB১২ রোল নম্বর' লিখে ৫৬০৭০ নম্বরে এসএমএস করলে ফল জানা যাবে।
শিক্ষক সংগঠনগুলি জানিয়েছে, ছাত্রছাত্রীরা রোল নম্বর এখনও জানতে পারেনি। তাহলে কীভাবে তারা এসএমএস করে ফলাফল জানতে পারবে। সেই বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। শিক্ষকদের বক্তব্য, রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে ফল জানার ব্যবস্থা করলে তা বাস্তবসম্মত হত। ফল প্রকাশের কয়েকটি ওয়েবসাইট হল http://wbresults.nic.in, www.exametc.com, www.results.shiksha, www.westbengal.shiksha। www.results.shiksha মোবাইল অ্যাপ ডাউনলোড করেও দেখে নেওয়া যাবে পরীক্ষার ফল।
