বিবিপি নিউজ: প্রতি বছরের মতো পায়েল পাল প্রোডাকশনের আয়োজনে দক্ষিণ কলকাতার এক স্টুডিওতে হয়ে গেল দেবীসম্মান ক্যালেন্ডার শুট। মূলত দেবী অর্থাৎ সমাজের মা, মা কোনো জাত পাত স্ত্রী পুরুষ কোনো বাধা মানে না। তাই সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষদের একইভাবে জায়গা দিতে রূপান্তরকামী এবং যৌন কর্মীদের জন্য এই এই স্মারক সম্মাননা। এই শুটের মুখ্য ভূমিকায় উপস্থিত ছিলেন সুপার মডেল মাধবীলতা, অমৃতা মিত্র, অভিনেতা জয় ব্যানার্জি, মডেল পারমিতা এবং রূপান্তরকামী আইনজীবী সায়ন্তনী ঘোষ। বাহ্যিক পরিচ্ছদ অর্থাৎ পোশাকের ডিসাইনের দ্বায়িত্বে ছিলেন তসম বাই প্রমিত মুখার্জী।
মাধবীলতা এদিন জানালেন,' এর আগে এরকম কাজ করিনি। নববর্ষের ক্যালেন্ডার শুট করেছি। কিন্তু এরকম একটা ক্যালেন্ডারের পার্ট হতে পেরে সত্যিই খুব ভালো লাগছে।' জয় ব্যানার্জি জানালেন,'কনসেপ্ট টা খুব ভালো। পুজোসংখ্যার ফটোশুট এর আগে করিনি। এরকম একটা ফটোশুটের পার্ট হতে পেরে আমি নিজেকে লাকি মনে করছি।' পারমিতা ব্যানার্জি এই দেবীসম্মান ক্যালেন্ডার শুট প্রসঙ্গে জানালেন,'দেবীসম্মান সিজন ২ এর ক্যালেন্ডার শুটে আসতে পেরে আমার খুবই আনন্দ হয়েছে। আমি আজ এখানে গেস্ট মডেল হিসাবে এসেছি। খুবই ভালো লাগছে। এরকম শুট আরও হওয়া উচিৎ। কারণ পুরোটাই মহিলাদের নিয়ে হচ্ছে।' মাধবীলতা এবং জয় ব্যানার্জী'র মেক আপএর দ্বায়িত্বে ছিলেন বিভাস জানা, মডেল পারমিতা এবং সায়ন্তনী ঘোষের মেক আপ করে ছিলেন রোমি সেনগুপ্ত, ফোটোগ্রাফি করেছেন সোহম মুখার্জী ও তাঁর টিম।