সুনন্দ মন্ডল
স্রোত আজ নিম্নমুখী
খেয়া নেই ঘাটে
পাড়ি দেওয়ার ইচ্ছেতেও ভাটা।
স্রোত আজ নিম্নমুখী
কচুরিপানাও হাসে উচ্ছ্বাসে
মাদলের শব্দ শুনে।
স্রোতের টানে
ভেসে যায় গান লিপি সংবেদন প্রেম
প্রেমের মালায় স্বপ্ন ছুঁতে চায় বাস্তব
বাস্তবে কিছু কাঠঠোকরার আঘাত।
স্রোত আজ নিম্নমুখী
চোরাবালির ভাঁজে
জমে থাকে সর
লুপ্তপ্রায় চর ও সংসার
বাঁধে বিশ্বাস।
স্রোত আজ নিম্নমুখী
নিম্ন স্রোতের টানে মানুষ, পশু ও পাখি।

