করোনা টিকার একটি ডোজ় যথেষ্ট নয় সংক্রমণ রুখতে, বলছে গবেষণা - BBP NEWS

Breaking

শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

করোনা টিকার একটি ডোজ় যথেষ্ট নয় সংক্রমণ রুখতে, বলছে গবেষণা

 


বিবিপি নিউজ: করোনা ভাইরাসের বিরুদ্ধে ভারতে দুটি টিকার অনুমতি দিয়েছে আইসিএমার। কো-ভ্যাকসিন এবং কোভিশিল্ড। তবে আগেই একটি গবেষণায় দাবি করা হয়েছিল এই দুই টিকার মিশ্রণ ভাইরাস প্রতিরোধের অনেকটাই কার্যকর। কিন্তু এবার উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কোভিশিল্ড টিকার একটি মাত্র ডোজ় কোভিড সংক্রমণ কমানোর জন্য যথেষ্ট নয়। সম্প্রতি স্বাস্থ্যকর্মীদের মধ্যে সমীক্ষা ও গবেষণা চালিয়ে এমনটাই রিপোর্ট দিল দিল্লির গঙ্গারাম হাসপাতাল। 


গত ১ মার্চ থেকে ৩১ মে অবধি মোট ৪২৭৬ জন স্বাস্থ্যকর্মীর উপরে গবেষণা চালিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসক রুমা সাত্ত্বিকের নেতৃত্বে এই গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা টিকার একটি মাত্র ডোজ় নিয়েছেন ও যাঁরা একেবারেই কোনও টিকা নেননি, তাঁদের মধ্যে সংক্রমণের কোনও ফারাক নেই।হাসপাতাল সূত্রে খবর, গবেষণায় অংশ নেওয়া কর্মীদের মধ্যে ২৭১৬ জনের কোভিশিল্ডের দু’টি ডোজ়ই নেওয়া ছিল। ৬২৩ জন নিয়েছিলেন একটি মাত্র ডোজ় এবং ৯২৭ জন কোনও টিকাই নেননি। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময়ে হওয়া এই গবেষণায় দেখা গিয়েছে, একটি ডোজ় নেওয়া মানুষদের মধ্যে সংক্রমণের হার ১২.৩ শতাংশ। অন্য দিকে, টিকা না নেওয়াদের মধ্যে আক্রান্ত হয়েছেন ১৩.৯ শতাংশ। 

Pages