বিবিপি নিউজ: রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা এখন অনেকটাই কমে গিয়েছে। দিন দিন মৃতের সংখ্যা কমে চলেছে। কমছে সংক্রমনের সংখ্যাও। তবে স্বস্তির খবর মিলতে চলেছে আরও কারন গত ১ মাসে রাজ্যের ২৩ জেলার মধ্যে ৬ জেলায় একটিও ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেনি। যা স্বাভাবিকভাবেই স্বস্তি ফিরছে। তবে জোরকদমে চলছে টিকাকরনের কাজ। টিকাকরন নিয়ে একাধিক জায়গায় সমস্যার সৃষ্টিও হয়েছে।
রাজ্য সরকারের তথ্য বলছে আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, পুরুলিয়া ও ঝাড়গ্রাম এই ৬ জেলায় সংক্রমণের ঘটনা গত ১ মাসে ঘটলেও তবে এক জনেরও মৃত্যুর ঘটনা ঘটেনি। এই ৬ জেলার পাশাপাশি রাজ্যের এমন ৪টি জেলা রয়েছে যেখানে গত ১ মাসে করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের কম মানুষের। জেলাগুলি হল মালদা, উত্তর দিনাজপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান। এরমধ্যে আবার মালদা ও উত্তর দিনাজপুরে গত ৪ সপ্তাহে করোনায় মৃতের সংখ্যা ১। বাঁকুড়ায় ২ জনের মৃত্যু হয়েছে। ৪ জনের মৃত্যু হয়েছে পশ্চিম বর্ধমানে।রাজ্যের অন্য জেলায় করোনায় মৃত্যুর ঘটনা ঘটলেও সেখানে সংখ্যাটা নিচের দিকেই থেকেছে। হিসাব বলছে গত ৪ সপ্তাহে রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৬২ জনের।
