চলন্ত গাড়িতে বিচারককে ‘খুনের চেষ্টা’, উত্তরপ্রদেশে গ্রেফতার ২ দুষ্কৃতী - BBP NEWS

Breaking

রবিবার, ১ আগস্ট, ২০২১

চলন্ত গাড়িতে বিচারককে ‘খুনের চেষ্টা’, উত্তরপ্রদেশে গ্রেফতার ২ দুষ্কৃতী



বিবিপি নিউজ: চলন্ত গাড়িতে একের পর এক ধাক্কা মেরে অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারককে খুনের চেষ্টা। এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি গত বৃহস্পতিবার রাতের‌ ওই বিচারকের নাম মহম্মদ আহমেদ খান। তিনি  ফতেহপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক। 


পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে প্রয়াগরাজের রাস্তায় ঘটনাটি ঘটে। বিচারকের অভিযোগ, তিনি ব্যক্তিগত কিছু কাজ সেরে প্রয়াগরাজ থেকে ফিরছিলেন। সেই সময় রাস্তার উপরেই তাঁর উপরে হামলা চালানো হয়। তাঁর অভিযোগ, ঘটনার সময় তাঁর গাড়ি চলন্ত অবস্থায় ছিল। আচমকা একটি ইনোভা তাঁর গাড়ির পাশাপাশি চলে আসে। এর পরক্ষণেই তিনি যেদিকে বসেছিলেন, সেইদিকে সজোরে ধাক্কা মারে ওই ইনোভা গাড়িটি। তাতে একদিকে ছিটকে পড়েন বিচারক। কোনওক্রমে নিজেকে সামলে গাড়ি দ্রুত ওই এলাকা ছেড়ে বের করতে উদ্যত হন বিচারক। কিন্তু তাঁর অভিযোগ, চলন্ত অবস্থাতেই তার গাড়িকে ধাওয়া করে বেশ কয়েকবার ধাক্কা মারে ইনোভাটি। কোনওমতে সেখান থেকে প্রাণে বেঁচে ফেরেন ওই বিচারক। 

অভিযোগ দায়ের করেন স্থানীয় থানায়। তদন্তে নেমে অভিযুক্ত ওই ইনোভা চালক ও তার সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে যে, কেন তারা এই ঘটনাটি ঘটাল। বিচারক আহমদ খান জানিয়েছেন, গত বছর ডিসেম্বরে তিনি এক আততায়ীর জামিন খারিজ করেছিলেন। সেই কারণেই এই হামলা হয়েছে বলে মনে করছেন তিনি। 

Pages