বিবিপি নিউজ: রাজ্যের তিন কেন্দ্রে উপ নির্বাচন আগামী ৩০ তারিখ। এই তিন কেন্দ্রের মধ্যে অন্যতম কেন্দ্র কলকাতার ভবানীপুর। কারন ওই কেন্দ্রের প্রার্থী তৃনমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই কেন্দ্র সহ তিন কেন্দ্রের প্রার্থী ঘোষণা করলেন সিপিআইএম। বুধবার ভবানীপুর উপনির্বাচন এবং জঙ্গিপুর ও সামসেরগঞ্জের ভোটে প্রার্থী ঘোষণা করল সিপিআইএম। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএম লড়তে পাঠাল শ্রীজীব বিশ্বাসকে। CPIM প্রার্থী শ্রীজীব আলিপুর আদালতের আইনজীবী বলে জানা যাচ্ছে। তবে, তিনি সংযুক্ত মোর্চা নয়, শুধুমাত্র সিপিআইএম প্রার্থী হিসেবেই লড়বেন বলে জানা গিয়েছে। এমনটাই সিপিএম সূত্রে খবর। অপরদিকে, কংগ্রেসও জানিয়ে দিয়েছে, ভবানীপুরে প্রচারে নামবে না তাঁরা। যদিও মঙ্গলবার বামফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কংগ্রেস প্রার্থী না দিলে সংযুক্ত মোর্চার হয়ে সিপিএম-ই ভবানীপুরে লড়াই করবে। রাতে কংগ্রেস নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর বুধবার প্রার্থীর নাম চূড়ান্ত করে দিল সিপিএম। বুধবার সকালে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক হয়। এই বৈঠকেই প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে বলে খবর। ভবানীপুর ছাড়া জঙ্গিপুরে বামেদের প্রার্থী আরএসপি প্রার্থী জানে আলম মিঞা ও সামসেরগঞ্জের সিপিআইএম প্রার্থী মহঃ মোদাসসার হোসেন।
