বিবিপি নিউজ: পরপর তিন দিন ভারী বর্ষণের জেরে অতিষ্ঠ দক্ষিণবঙ্গবাসী। বিগত ১৩ বছর পর রেকর্ড পরিমাণ বৃষ্টি কলকাতা ও পাশ্ববর্তী জেলায়। ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের জেরে জলমগ্ন শহর কলকাতা সহ জেলার বিভিন্ন স্থান। তবে আশ্বিনে শুরুতেই ভাসাতে চলেছে। তেমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। ভারতীয় মৌসম দপ্তরের জারি করা আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দেশের ১৩ টি রাজ্যে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে।
পশ্চিমবঙ্গের পাশাপাশি পশ্চিম রাজস্থান, গুজরাত, উত্তর ছত্তিশগড়, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, উত্তর ও দক্ষিণ কর্ণাটক, গোয়া, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, উত্তর তামিলনাড়ুর বেশ কিছু অংশে আগামী ৩-৪ ঘণ্টায় প্রবল বৃষ্টি হবে৷ বজ্রবিদ্যুৎসহ এই ভারী ও মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভবনা ওয়েদার আপডেটে জানিয়েছে আইএমডি৷ মৌসম বিভাগের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ি বাংলার দক্ষিণভাগের সমস্ত জেলাতে মঙ্গলবার সকালে মুক্ত হবে না৷ আগামী ২৪ ঘণ্টায় ১৪২ মিমি বৃষ্টি হবে৷ ২০০৭ -র ২৫ সেপ্টেম্বর কলকাতায় ১৭৪.৪ মিমি বৃষ্টি হয়েছিল৷ এদিকে ফের তৈরি হওয়া নিম্নচাপ ঘণীভূত হতে ইতিমধ্যেই শুরু করেছে এবং তার জেরে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা ফের জারি হয়েছে৷ আতঙ্কে প্রহর গুনছে দক্ষিণবঙ্গের মানুষ৷
