বিবিপি নিউজ: দিল্লিগামী তেজস রাজধানী এক্সপ্রেসের এসি ফার্সক্লাস কম্পার্টমেন্টে অন্তর্বাস পরে ঘোরাঘুরি করছে এক ব্যাক্তি। দৃষ্টিকটূ লাগায় প্রতিবাদ করেন বেশ কয়েকজন যাত্রী।তাঁদের সঙ্গে বচসায় জড়ান অভিযুক্ত। অবশেষে ওই ব্যক্তির পরিচয় জেনে বেশকিছুটা অবাকই হন যাত্রীরা। তিনি কোনো সাধারণ ব্যাক্তি নন, তিনি একজন জনপ্রতিনিধি।তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ-এর বিধায়ক গোপাল মণ্ডল। এদিন দিল্লির উদ্দেশ্যে পাটনা থেকে তেজস রাজধানী এক্সপ্রেসের এসি ফার্টক্লাস কম্পার্টমেন্টে যাত্রা করেন। হাতে ঘড়ি। গায়ে সাদা গেঞ্জি পরে ট্রেনে ঘুরছেন ওই বিধায়ক। তাঁর এহেন কাজে ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর অর্ধনগ্ন ছবি। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক রাজেশ কুমার জানান, বিধায়কের সঙ্গে অন্যান্য যাত্রীদের বচসা এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিষয়টিতে ঢুকতে হয় রেলওয়ে প্রটেকশন ফোর্স এবং টিটিই-কে। তাঁরাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে অবশ্য ওই বিধায়ক দাবি করেন, পেটের সমস্যার কারণে বারবার তাঁকে বাথরুমে যেতে হচ্ছিল। তাই প্রতিবার জামা-প্যান্ট খোলার সমস্যা দূর করতে অন্তর্বাস পরে ঘুরছিলেন তিনি।
শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
