বিবিপি নিউজ: রাজ্য সরকারের নতুন প্রকল্প 'লক্ষ্মীর ভাণ্ডার' এর টাকা মিলবে কবে? শেষ হয়েছে আবেদন। এবার রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে জানাল রাজ্যে মুখ্য প্রসাশনিক কার্যলয় নবান্ন। পুজোর আগেই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই টাকা। গত ১৬ আগস্ট থেকে রাজ্যে শুরু হওয়া 'দুয়ারে সরকার' শিবিরের কাজ গত বুধবার ১৬ সেপ্টেম্বর শেষ হয়েছে। মোট ৯২ হাজার ৪৮টি শিবির করার কথা ছিল। যার মধ্যে ৯১ হাজার ৯০৩টি শিবির করা হয়েছে। শিবিরে এসেছেন ৩ কোটি ৫৮ লক্ষ ৭৪ হাজার ৭৯১ জন। 'লক্ষ্মীর ভাণ্ডারে' আবেদন জমা পড়েছে ১ কোটি ৭৯ লক্ষ ২৬ হাজার ৩৬৮টি।
শুধু লক্ষীর ভান্ডার নয় পাশাপাশি রয়েছে 'স্বাস্থ্যসাথী'র আবেদন। যা ৬৪ লক্ষ ৩১ হাজার ৯৫১। 'খাদ্যসাথী'র আবেদন জমা পড়েছে ২৭ লক্ষ ৮৭ হাজার ৬০৭টি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই জানিয়েছিলেন, ১ সেপ্টেম্বর থেকেই 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের টাকা পাবেন রাজ্যের মহিলারা। সেক্ষেত্রে এসসি, এসটি বা ওবিসি'রা পাবেন এক হাজার টাকা করে এবং সাধারণ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে পাঁচশো টাকা। পুজোর আগেই যাতে রাজ্যের মহিলারা আর্থিক সাহায্য পেয়ে যান, তার জন্য প্রশাসনিক আধিকারিকদের নির্দেশও দেন তিনি।
