বিবিপি নিউজ: আগেই জানিয়েছিলেন ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার কথা। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আরসিবি-র অধিনায়কত্বও পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। এ দিন আরসিবি-র ট্যুইটার হ্যান্ডেলে ভক্তদের উদ্দেশে এখৎভিডিও বার্তায় বিরাট কোহলি নিজেই জানিয়েছেন৷ আরসিবি অধিনায়ক হিসেবে এবারের আইপিএল-ই তাঁর শেষ মরশুম বলে জানিয়েছে কোহলি৷ তবে যতদিন আইপিএল খেলবেন, তিনি আরসিবি-র জার্সি পরেই মাঠে নামবেন বলে জানিয়ে দিয়েছেন বিরাট৷
Virat Kohli to step down from RCB captaincy after #IPL2021 “This will be my last IPL as captain of RCB. I’ll continue to be an RCB player till I play my last IPL game. I thank all the RCB fans for believing in me and supporting me.”: Virat Kohli#PlayBold #WeAreChallengers pic.twitter.com/QSIdCT8QQM
— Royal Challengers Bangalore (@RCBTweets) September 19, 2021
