উপনির্বাচনে বোরকা পরা ভোটারদের পরিচয় নিশ্চিত করতে মহিলা CRPF চাই, কমিশনকে জানাল গেরুয়া শিবির - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

উপনির্বাচনে বোরকা পরা ভোটারদের পরিচয় নিশ্চিত করতে মহিলা CRPF চাই, কমিশনকে জানাল গেরুয়া শিবির

 


বিবিপি নিউজ: আগামী ৩০ তারিখ রাজ্যে উপনির্বাচন। ভবানীপুর ও মুর্শিদাবাদের দুই কেন্দ্রে।আজ বৃহস্পতিবার মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করল বিজেপির প্রতিনিধিদল। একাধিক বিষয় নিয়ে কমিশনের কাছে অভিযোগ করেন। এদিন প্রতিনিধিদলে ছিলেন রাজ্যসভার সংসদ স্বপন দাশগুপ্ত ও বিজেপি নেতা শিশির বাজোরিয়া। 


বৃহস্পতিবার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পুলিশের বিরুদ্ধে বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তোলেন তাঁরা। বুথে বোরকা পরা মহিলা ভোটারদের পরিচয় নিশ্চিত করতে মহিলা CRPF জওয়ান নিয়োগেরও দাবি জানিয়েছেন তাঁরা।এদিন সাক্ষাৎ সেরে বেরিয়ে শিশির বাজোরিয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘গতকাল হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বিজেপির প্রচার ব্যারিকেড করে পুলিশ আটকানোর চেষ্টা করেছে। ওই এলাকায় যেমন মুখ্যমন্ত্রী থাকেন তেমন অন্যান্য ভোটাররাও রয়েছেন। তাদের কাছে পৌঁছনো আমাদের গণতান্ত্রিক অধিকার। আমরা আবার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে প্রচারে যাব।’একই সঙ্গে এদিন ফের বুথে এজেন্ট ঢোকার বিরোধিতা করে বিজেপি।ভবানীপুরে মুসলিম অধ্যুষিত এলাকায় বোরকা পরা মহিলা ভোটারদের পরিচয় নিশ্চিত করতে মহিলা CRPF জওয়ান নিয়োগের দাবি জানিয়েছে বিজেপি। নইলে ভোটে কারচুপি হতে পারে বলে আশঙ্কা তাদের।

Pages