জোরকদমে চলছে সেভক-রাংপো রেললাইনের কাজ - BBP NEWS

Breaking

রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

জোরকদমে চলছে সেভক-রাংপো রেললাইনের কাজ


বিবিপি নিউজ: শিলিগুড়ির সেভক থেকে সিকিমের রাংপো পর্যন্ত রেললাইনের কাজ। খুব ভালোভাবে কাজ চলছে। লাইন তৈরি শেষ হবে ২০২৩ সালের শেষের দিকে।


এরপরেই শিলিগুড়ি থেকে সিকিম পর্যন্ত ট্রেনে যাতায়াত করতে পারবে যাত্রীরা। এমনটাই জানিয়েছে উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার আনশুল গুপ্ত‌।

Pages