বিবিপি নিউজ: বর্ডার সিকিউরিটি ফোর্স ইস্যুতে দিলভর উত্তপ্ত রইল রাজ্য বিধানসভা। চড়া সুরে বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি বিধায়কের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। আর বিধায়কের এমন বক্তব্যে ক্ষুব্ধ হলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।বিজেপি- তৃণমূল দুই পক্ষকেই সংযত হওয়ার কথা বলেন তিনি। আলোচনার ক্ষেত্র যাতে বিঘ্নিত না হয়, সব সদস্যদের সেটা দেখার আবেদন জানান তিনি।
আজ মঙ্গলবার বিএসএফের এলাকাবৃদ্ধি নিয়ে বিধানসভায় সরকারি প্রস্তাব আনা হয়। কেন্দ্রের বিএসএফের এলাকাবৃদ্ধির সিদ্ধান্ত আদতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপরে আঘাত বলে উল্লেখ করা হয়। মঙ্গলবার বিধানসভার দ্বিতীয়ার্ধে সরকার পক্ষের তরফে এই প্রস্তাব নিয়ে বলেন উদয়ন গুহ, তাপস রায় সহ তৃণমূল বিধায়কেরা।
এই ইস্যুতে কথা বলতে গিয়ে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে আক্রমণ করেন উদয়ন। ‘মিহির গোস্বামী নিজের এলাকায় যান। হাত-পা ভেঙে দেব।’ বিধানসভায় এই ভাষাতেই কথা বললেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ । বিএসএফের ক্ষমতাবৃদ্ধির ইস্যুতে বিতর্ক চলাকালীন এমনটাই বলেন তিনি।
এ দিন উদায়ন গুহ বর্ণনা দেন, বিএসএফ কী ভাবে অত্যাচার করে। তিনি বলেন, ‘১৫০০ কিলোমিটার কাঁটা তারের বেড়া রয়েছে। এরপরও গরু, ছাগল কোনও ভাবেই প্রবেশ করতে পারে না। আর যদি সেটা হয়, তবে বুঝতে হবে এতে বিএসএফ-এর মদত আছে।’ তিনি আরও বলেন, ‘১০ টি জেলার ৬৫টি ব্লক বিএসএফ-এর অধীনে রয়েছে। ওদের অত্যাচার যে দেখেনি, সে জানে না। সাতটি জেলা শহরকে বিএসএফ-এর অধীনে নিয়ে আসার চক্রান্ত চলছে। এখানে সাম্রাজ্যবাদের দালাল, সাম্প্রদায়িক শক্তি প্রভাব বিস্তার করতে চাইছে। বাংলার ক্ষেত্রে ১৫ কিলোমিটারকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হচ্ছে। নিজেদের শাসন যেখানে আছে, সেখানে এলাকা কমানো হচ্ছে।’ তৃণমূল বিধায়ক বলেন, ‘তল্লাশির নাম করে সন্তানের সামনে মায়েদের গোপনাঙ্গে হাত দিয়ে তল্লাশি চালাচ্ছে। ছেলের সামনে বাবাকে কান ধরাচ্ছে।’ তাঁর কথায়, এমনটা করলে সন্তান মানুষ হতে পারে না, যতই ভারত মাতা কি জয় বলা হোক। উদয়ন গুহর মন্তব্যের বিরুদ্ধে কক্ষের অন্দরেই চিৎকার শুরু করলেন বিজেপি বিধায়করা। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা কক্ষ।